WordPress.org

Themes

All themes

এডুকেশন জোন

এডুকেশন জোন

Commercial theme

This theme is free but offers additional paid commercial upgrades or support. View support

  • Version 1.3.8
  • Last updated আগস্ট 14, 2024
  • Active installations 3,000+
  • WordPress version 6.2
  • PHP version 7.4

এডুকেশন জোন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত একটি ফ্রি, পরিচ্ছন্ন, সুন্দর ও পেশাদার ওয়ার্ডপ্রেস থিম। এই থিমটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এলএমএস, প্রশিক্ষণ কেন্দ্র, অ্যাকাডেমি, প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং অন্যান্য শিক্ষাবিষয়ক ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এটি খুবই সহজে ব্যবহারযোগ্য এবং বহুমুখী ব্যবহার উপযোগী, তাই বিভিন্ন ধরনের ব্যবসায় ও কর্পোরেট ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। থিমটি খুবই কাস্টমাইজ উপযোগী, নিজের মতো করে সাজানোর জন্য এতে বিভিন্ন ধরনের ফিচার ও অপশন রয়েছে। ব্যবহারকারীবান্ধব, ইন্টার‌্যাক্টিভ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট বানানোর জন্য এডুকেশন জোন বিভিন্ন ধরনের ফিচার নিয়ে এসেছে। এ সকল ফিচারের মধ্যে রয়েছে কাস্টম মেনু, আকর্ষণীয় ব্যানার, স্ট্যাট কাউন্টার, কোর্সসমূহের অংশ, প্রশংসাপত্রের অংশ, কল টু অ্যাকশন (সিটিএ) বাটনসহ ব্যানার, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। এই থিমটি অপটিমাইজকৃত কোডসহ এসইও বান্ধব; এর ফলে আপনার ওয়েবসাইট গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের সহজেই র‌্যাংক করতে পারবে। দ্রুত পেইজ লোড নিশ্চিত করার জন্য অত্যন্ত সতর্কতার সাথে থিমটি অপটিমাইজ এবং নিরীক্ষা করা হয়েছে, এবং থিমটির রয়েছে সুরক্ষিত ও স্বচ্ছ কোড। এছাড়াও থিমটি অনুবাদ উপযোগী। ওয়েবসাইটের ভিজিটরদের কথা মাথায় রেখে নির্মিত এডুকেশন জোন থিমটির সাহায্যে আপনি সহজে এবং স্বতস্ফুর্তভাবে পেশাদার ও আকর্ষণীয় ওয়েবসাইট বানাতে পারবেন। আপনার স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের যদি অনলাইনে একটি ডায়নামিক ও বহুমুখী ব্যবহার উপযোগী ঠিকানা প্রয়োজন হয়, তাহলে কাজ শুরু করার জন্য এই থিমটি একটি ভালো স্থান। ডেমো দেখুন এখানে- https://rarathemes.com/previews/?theme=education-zone , নির্দেশিকা দেখুন এখানে- https://docs.rarathemes.com/docs/education-zone/ , সহযোগিতা প্রয়োজন হলে ক্লিক করুন- https://rarathemes.com/support-ticket/ এই লিংকে।

Downloads per day

Active Installations: 3,000+